নিজস্ব সংবাদদাতাঃ পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বেনাগ্রাম অঞ্চলের নিউপিট এলাকায় দুটি Ecl কোয়াটারে ভয়াবহ আগুন লেগেছে। এই ঘটনায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।
/anm-bengali/media/post_attachments/4387402b-4b0.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে এখন অব্দি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/7a271cdf-15c.png)