বঙ্গে আসতে চলেছে ঘোর দুর্যোগ, জেলায় জারি সতর্কতা

কলকাতায় আসছে ঝমঝমিয়ে বৃষ্টি।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
a

ফাইল ছবি

blow নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় আসতে চলেছে দুর্যোগ। যার যেরে জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা। সূত্র মারফত জানা গিয়েছে যে, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। 

Monsoon waiting to enter south Bengal, rain and thunderstorm likely on  Saturday: IMD | Kolkata News - The Indian Express

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃৃষ্টির সাথেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। 

Tuesday Becomes Rainiest September Day of 2019 So Far in Kolkata; Rains to  Continue in South Bengal | Weather.com

Adddd