"সুরক্ষার" মাধ্যমে জেলা পুলিশের একাধিক কর্মসূচী ডেবরায়

একাধিক কর্মসূচী ডেবরায়।  

author-image
Adrita
New Update
fg

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অন্যতম প্রয়াস হলো "সুরক্ষা" যার মধ্য দিয়ে ডেবরা ও তার পার্শ্ববর্তী এলাকায় থাকা আদিবাসী অধ্যুষিত মানুষজন যারা সমাজের এখনও পিছিয়ে রয়েছে তাদের হাত বাড়িয়ে সমাজের মূল স্রোতে নিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। যা সম্ভব হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমান পুলিশ সুপার ধৃতিমান সরকারের উদ্যোগে। আজ ডেবরা হরিমতী হাইস্কুলে মাঠে সুরক্ষার মধ্য দিয়ে একটি বৃহৎ কর্মযজ্ঞ অনুষ্ঠিত হলো। খেলাধুলো থেকে শুরু করে পরিষেবা প্রদান সমস্ত কিছুই নিজে থেকে তদারকি করলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।

এদিন বিকেলে ডেবরা হরিমতী হাইস্কুল মাঠে এসে প্রদীপ জ্বালিয়ে আজকের অনুস্টানের শুভ সূচনা করেন। পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও,ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্ব সনাতন হেমরম,ডেবরা এস ডি পি ও,ডেবরা সি আই, ডেবরা থানার ওসি প্রণয় রায়নির্বাচনীসহ অনান্যরা। এদিন জয় জোহার ক্যাম্প, আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বিনামূল্যে সাস্থ্য পরীক্ষা শিবির, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। তুলে দেওয়া বিভিন্ন ধরনের ফুড।পাশাপাশি আদিবাসী মহিলাদের ফুটবল খেলার আগ্রহী করতে ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।

আদিবাসী নৃত্যেরও প্রতিযোগিতার আয়োজন করা হয়।পাশাপাশি এদিন আদিবাসী সম্প্রদায়ের যুবকরা যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরিতে পরীক্ষা দেবে তাদের জন্য কোচিং সেন্টার খোলা হয়। তারও উদ্ধোধন করেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। এদিন এই মাঠে ৫ হাজারের বেশী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হয়েছিলেন। এদিন এই অনুষ্ঠানে জেলার অনগ্রসর কল্যাণ দপ্তর সংযুক্ত হয়েছিল।