নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কুয়াশার চাদরে ঢাকল পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা। রবিবার সকাল থেকেই ঘন কুজ্ঝটিকার চাদরে ধীরে ধীরে আচ্ছন্ন হতে শুরু করে খড়গপুর শহর সহ পার্শ্ববর্তী এলাকা। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। মেঘলা আকাশো রয়েছে।
জানা গিয়েছে, মেদিনীপুরের খড়গপুর শহর খেতে শুরু করে সবং, পিংলা, ডেবরা, বেলদা, দাঁতন এলাকার রাস্তাও এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে যায় যে, ১০ মিটার দূরের বস্তুও দৃশ্যহীন হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে জাতীয় সড়ক থেকে শুরু করে শহরের মধ্যেও যানবাহন ধীরগতিতে চলছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার আবহাওয়ার মুভ বিভিন্ন দিকে থাকতে পারে। আরও জানা গিয়েছে যে, দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস।