নিজস্ব প্রতিবেদন : টানা বৃষ্টি, আর বৃষ্টির ফলে বাড়ছে কাঁসাই নদীর জল স্তর। নতুন করে প্লাবিত পাঁশকুড়ার একাধিক এলাকা। জল ডুকছে, গড়পুরুষোত্তমপুর সহ বেশ কিছু এলাকায় উদ্বিগ্ন, উৎকণ্ঠা সেখানকার স্থানীয়রা। পাস করার বহু এলাকা থেকে এখনো পর্যন্ত জল নামে নি। তার মধ্যেই কাঁসাই নদীর জল বেড়ে গিয়ে আবার নতুন করে প্লাবিত পাঁশকুড়ার একাধিক এলাকা। এর ফলে ব্যাহত হয়েছে বাঁধ মেরামতির কাজ। প্রতিকূল পরিস্থিতির মধ্যে ত্রাণ বিলি করছে প্রশাসন।
নতুন করে প্লাবিত হওয়ায় পাঁশকুড়ার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক। পাঁশকুড়ায় বাদ মেরামতির কাজ চলছিল, কাসাই নদীর জল বেড়ে যাওয়ায় পাঁশকুড়ার একাধিক এলাকা পুনরায় প্লাবিত হওয়ার কারণে বাদ মেরামতির কাজ বন্ধ করে দিতে হয়। পাঁশকুড়ার বন্যা প্লাবিত এলাকাগুলি থেকে জল নামার আগে নতুন করে পাস করার আরো বিভিন্ন এলাকা গুলি জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে ব্যাপক সংকটে দিন কাটছে পাঁশকুড়া বাসির।
প্রশাসন থেকে ত্রানের ব্যবস্থা করা হয়েছে। শুধু প্রশাসনই নয়, সরকারি বেসরকারি সমস্ত জায়গা থেকেই ত্রাণ দেওয়া হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি ত্রান দিয়ে যাচ্ছে। কিন্তু তবুও এই ত্রাণ যথেষ্ট হচ্ছে না।