Breaking News: হুগলির গুড়াপে শিশুকন্যা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা

হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করল চুঁচুড়ার পকসো আদালত। চলতি সপ্তাহের বুধবার তাকেই দোষী সাব্যস্ত করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-17 at 17.21.25

নিজস্ব সংবাদদাতা: হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করল চুঁচুড়ার পকসো আদালত। রেকর্ড তদন্ত করে রায়দান ৫২ দিনে। ৫৪ দিনের মধ্যে ফাঁসির সাজা দিল আদালত। 

প্রসঙ্গত, ২৪ নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশুকন্যা। বাজারে যাওয়ার আগে শেষবার তাঁকে চোখের দেখা দেখেছিলেন তাঁর বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ডাকেন প্রতিবেশীদের। স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজির পর অশোক সিংহ নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল।

অভিযুক্ত প্রৌঢ়কে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। সেদিনই প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। চলতি সপ্তাহের বুধবার তাকেই দোষী সাব্যস্ত করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। আজ চূড়ান্ত সাজা ঘোষণা আদালতের।