নিজস্ব সংবাদদাতাঃ সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে নিয়ে আবারও ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এবার পুলিশের দারস্থ হয়েছেন প্রার্থী।
/anm-bengali/media/post_attachments/8225eeb9df6f253fdd894973dd9c3077bcff9511a2bf5e1cfec060f94b112a98.webp)
সূত্র মারফত জানা গিয়েছে যে, সম্প্রতি ইদের দিন একটি সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়ো প্রতিবেদন স্যোশাল মিডিয়ায় ছড়ানো হয় বলে অভিযোগ মুর্শিদাবাদ জেলা সিপিআইএম-এর। ভুয়ো খবরটিতে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট দিন প্রার্থনা না করে মহম্মদ সেলিম বাড়িতে বসে মদ্যপান করছেন। একা সেলিম নন, তার সঙ্গে রয়েছে বরাহনগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যও।
/anm-bengali/media/post_attachments/a0594ccd12666398c9d182290a20bea33addfc266ba3c16602f237d2bd185709.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)