শেষ! শেখ শাহজাহানের দায়িত্ব এবার কেড়ে নেওয়া হল

জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ ছিলেন শেখ শাহজাহান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shah jahan sekh edit.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে গিয়ে কীভাবে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিক, সংবাদ মাধ্যমকে, তা দেখেছে গোটা বঙ্গই। এমনটা ঘটতে পারে কখনও, তা ভাবতেই পারেননি কেউ। বিরোধীদের দাবি, সন্দেশখালি কার্যত আরও একবার মুখ পুড়িয়েছে তৃণমূলের। আর এবার সেই মুখ পোড়ানোর শাস্তিই কি তবে পেলেন শেখ শাহজাহান?

জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ ছিলেন শেখ শাহজাহান। ছিলেন এই জন্যেই, কারণ আজ সেই পদ থেকে বাদ গেল তাঁর নাম। এবার থেকে সেই পদের দায়িত্ব সামলাবেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এবিষয়ে নারায়ণ গোস্বামী জানিয়েছেন, যেহেতু এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে প্রতিনিয়ত উপস্থিত থাকা জরুরী; তাই সেই পদ থেকে সরানো হল শেখ শাহজাহানকে। তিনি দলের কাজের জন্যে সমান ভাবে দায়িত্ব সামলাতে পারছিলেন না, তাই নাকি জেলা পরিষদের সিদ্ধান্ত।

কিন্তু সত্যিই কি কারণ সেটি, নাকি দল থেকে ঝেড়ে ফেলতে চাইছেন শেখ শাহজাহানকে? এতে কি দলের ভাবমূর্তি স্বচ্ছ হবে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।

hiren