নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)। এদিকে এই বনধকে ঘিরে যাতে কোনও আপত্তিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য নিরাপত্তা জোরদার করার জন্য টহল দিচ্ছে পুলিশ। বিজেওয়াইএম-এর রাজ্য সভাপতি ইন্দ্রনীল খানের দাবি, উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক কর্মীকে তাঁর দোকানে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি সুরজিৎ সেন বলেন, "গতকাল তৃণমূলের সঙ্গে যুক্ত কিছু গুন্ডাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। আমরা ইসলামপুর এলাকায় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। আমরা ইসলামপুরের স্থানীয়দের এই ধর্মঘটকে সমর্থন করার জন্য অনুরোধ করেছি।“