নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার পর্যন্ত সন্দেশখালির ৫ জায়গায় জারি করা ছিল ১৪৪ ধারা। পরবর্তীকালে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ৪ জায়গায় অর্থাৎ মোট ৯ জায়গায় জারি করা হল ১৪৪ ধারা।
গত মঙ্গলবার থেকে ধামাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, ভোলাখালি ঘাট, খুলনা ঘাট এবং জেলেখালি ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেয় পুলিশ।
তার মধ্যেই ধামাখালি গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিআইএম-এর বৃন্দা করাত।
তখন ঝামেলা পোহাতে হয় দুই রাজনৈতিক নেতৃত্বকেই।
বিচারপতি কৌশিক চন্দ ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ৯ এলাকায় ছড়িয়ে দিলেন এই নিয়মের বেড়াজাল।