নিজস্ব সংবাদদাতা: আজ বাংলার বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় দিন। আজ নদীয়ার কৃষ্ণনগরে ঝড় তুলবেন তিনি। গতকাল আরামবাগ থেকে বাংলার উদ্দেশ্যে একাধিক বার্তা রেখেছেন মোদি। আজ সেই কাজই করবেন কৃষ্ণনগর থেকে।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নদীয়ার কৃষ্ণনগরে হেলিকপ্টারে করে পৌঁছান নরেন্দ্র মোদি। তারপর পৌঁছান সরকারি মঞ্চে। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন তিনি। এরপর এখান থেকে চলে যাবেন জনসভায়। সেখান থেকেই বিশেষ বার্তা রাখবেন তিনি।
মনে করা হচ্ছে, নদীয়া জেলা অনেকটাই মতুয়া অধ্যুষিত অঞ্চল। সেক্ষেত্রে সিএএ নিয়ে বার্তা দিতে পারেন তিনি। আর সেই দিকেই তাকিয়ে গোটা নদীয়া জেলা।