আসন সমঝোতা বিজেপি ও টিডিপির মধ্যে!

অন্ধ্র প্রদেশে বিধানসভা ও লোকসভা ভোটের আসন সমঝোতা সেরে ফেললো বিজেপি ও তেলেগু দেশম পার্টি। সঙ্গে হাত মিলিয়েছেন জনসেনা পার্টিও।

author-image
Shroddha Bhattacharyya
New Update
DTRYTUYIUOI

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশে বিজেপি ও তেলেগু দেশম পার্টির জোট হয়েছিল আগেই। এবার এই দুই দল নিজেদের মধ্যে আসন সমঝোতাও সেরে ফেললো। এছাড়া বিজেপি-টিডিপি জোটের শরিক হিসাবে পবন কল্যাণের দল জনসেনা পার্টি (জেএসপি)-ও লোকসভা এবং অন্ধ্রের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে।publive-image
এই লোকসভা ভোটের সময়ই অন্ধ্র প্রদেশে বিধানসভা ভোট হবার কথা আছে।
অন্ধ্রের অমরাবতীতে আসন সংখ্যা ভাগ করতে দুই দলের মধ্যে সোমবার রাতেই বৈঠক হয়। publive-image

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত, দলের সহ সভাপতি বৈজয়ন্ত পন্ডা ছিলেন সেই বৈঠকে। এছাড়া টিডিপি-র তরফে ছিলেন দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু।
অন্ধ্রের ২৫টি লোকসভা আসনের মধ্যে চন্দ্রবাবুর দল লড়বে ১৭টি আসনে। বিজেপি লড়বে ৬টি আসনে। আর জেএসপি পাবে দু'টি লোকসভা আসন।
বিধানসভায় ১৭৫ আসনের অন্ধ্র বিধানসভায় ১৪৪টি আসনে লড়বে টিডিপি। জেএসপি লড়বে ২১টি আসনে। বিজেপির আসন সংখ্যা ১০।

Add 1

স

স্ব

স