নিজস্ব সংবাদদাতা: কথায় আছে "মাছে ভাতে বাঙালি"। তাই দীঘায় আয়োজিত সি ফুড ফেস্টিভ্যাল সেই সমস্ত বাঙালিদের জন্য একেবারে উপযুক্ত। লবস্টার থেকে শুরু করে গোল্ডেন বাসুলি, টিকা বুলবুল এমন নানা ধরনের জানা-অজানা মাছের পদ দেখলে মাথা ঘুরে যাবে। মঙ্গলবার পর্যন্ত ঘুরে আসতে পারেন সেখানে।
সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার ব্যাপক ভিড় ছিল পর্যটকদের। ৫০ টাকা থেকে ৩০০ টাকার মাছ পাবেন সেখানে। এছাড়া রয়েছে নানা ধরনের সামুদ্রিক মাছ যার বাহার ঘুরে ঘুরে দেখতে পারেন। ইলিশ, পাবদাও আছে।
পৌষ সংক্রান্তি উপলক্ষে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন গঙ্গোৎসবের আয়োজন করেছে। সেখানেই এই সি ফুড ফেস্টিভাল চলছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত মুখ্যসচিব তথা মৎস্য সচিব রোশনি সেন।
দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন যে এই ফেস্টিভালের কারণে সমুদ্রের নানা নাম না জানা মাছের কথা পর্যটকরা জানতে পারবেন। মিষ্টি জলের মাছ ছাড়াও সামুদ্রিক নোনা জলের মাছের নানা স্বাদ হয়। সেটাও চেখে দেখতে পারবেন।