স্কুল! অভিভাবক! সমন্বয়! নয়া উদ্যোগ

স্কুলের সঙ্গে অভিভাবকদের সংযোগ বাড়াতে অভিনব উদ্যোগ ডেবরার স্কুলের।

author-image
Pallabi Sanyal
New Update
aaa

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : স্কুলে পড়ুয়ারা প্রতিনিয়ত পড়াশুনোর জন্য আসে। আর এই আসা বছরের পর পর ধরে চলতে থাকে। তবে অভিভাবকরা অনেকটাই পেছনে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ছেলেকে স্কুলে পাঠিয়ে অভিভাবকরা স্কুলে কোনো যোগাযোগই রাখেন না।সেক্ষেত্রে অভিভাবকরা যাতে স্কুলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন, এবার সেই বার্তাকে সামনে নিয়েই পড়ুয়াদের অভিভাবকদের জন্য একটি বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল, যেখানে কেবলমাত্র পড়ুয়াদের বাড়ির লোক অংশগ্রহণ করবেন। আর সেই খেলার মাধ্যমেই স্কুলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় যে, স্কুলের সঙ্গে অভিভাবকদের প্রতিনিয়ত একটি সমন্বয় থাকা উচিত। বুধবার এই ধরনের উদ্যোগ নিল ডেবরা ব্লকের মাধবপুর প্রাথমিক বিদ্যালয়। এদিন পড়ুয়াদের মায়েরদের জন্য গুলি চামচ দৌড়, এবং ফুট টেনিস বলের ম্যাচ করা হয়। আর এই খেলা দেখতে ভিড়ও জমিয়েছিল অনেকে। স্কুলের পক্ষ থেকে দেওয়া হয় পুরস্কারও।
স্কুলের প্রধান শিক্ষক নিলোৎপল মিশ্র জানান, ''আমরা অভিভাবকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার আবেদন করে এই কর্মসূচি গ্রহণ করেছি যাতে পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকরাও স্কুলের সঙ্গে যোগাযোগ রাখে।'' স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরা।