নিজস্ব সংবাদদাতা: আগামী ১০ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা। তার আগেই বিভিন্ন স্কুলে মাধ্যমিক পড়ুয়াদের অ্যাডমিট কার্ড পৌঁছে গেছে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন হাই স্কুলে এখনো চারজন পড়ুয়ার অ্যাডমিট কার্ড পৌঁছালো না। তাদের দাবি স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পৌঁছয়নি।
অপরদিকে প্রধান শিক্ষক বলেন, “আমরা যে ফর্ম ফিলাপের ডেট দিয়েছিলাম সেই সময় মত চারজন পড়ুয়া স্কুলে এসে পৌঁছয়নি। তখন অনলাইনে এন্ট্রি হয়তো হয়নি সেই কারণে হতে পারে। এবং স্কুলেরও গাফিলতি হয়েছে”।