নিজস্ব সংবাদদাতা: গোয়ালপোখর কাণ্ডে নয়া মোড়। এবার গ্রেফতার সাজ্জাকের এক সহযোগী। সূত্রের খবর, সাজ্জাককে পালাতে নাকি সাহায্য করেছিল ধৃত শেখ হজরত। তবে শুধু আব্দুল নয়, সাজ্জাকের পলায়নে সাহায্য করে হজরত। জানা যাচ্ছে, পালানোর জন্য নাকি সাজ্জাককে বাইক জোগাড় করে দিয়েছিল হজরত। আর পালানোর পর সাজ্জাককে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিল হজরত। উঠছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ।
প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশ সূত্রে দাবি ইতোমধ্যে গতকাল এনকাউন্টারে নিহত হয়েছেন খুনের মামলার বন্দি সাজ্জাক। যদিও এখনও অধরা সাজ্জাকের আরেক শাগরেদ আব্দুল হুসেন।