শুভেন্দু অধিকারীর মাটির নীচে টাকা! কী তথ্য প্রকাশ করলেন সায়নী ঘোষ

সায়নী ঘোষ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, ওনার তো মাটির নীচে অনেক কিছু রয়েছে। খড়্গপুরে বক্তব্য় রাখতে গিয়ে সায়নী ঘোষ দিলীপ ঘোষকে নিশানা করেন। খড়্গপুরের মানুষ তাঁর কাছ থেকে কী পেয়েছেন, তার কৈফিয়ৎ চান।

author-image
Tamalika Chakraborty
New Update
sayani ghosh edit.jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সরকারকে দুষে কৃষকের পাশে থাকার বার্তা তিনি আগেই দিয়েছিলেন। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের আলুর বীজ বিলি অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেও রাজ্য সরকারকে ‘কৃষক বিরোধী, চোর, পাচারকারী’ হিসাবে দুষে উৎখাতের হুঁশিয়ারি দেন শুভেন্দু। তৃণমূলের চোরগুলো মাটির নীচে টাকা রাখলেও বের করে নিয়ে আসা হবে! চরম হুমকি দেন শুভেন্দু অধিকারী। আজ খড়্গপুরে গোল বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিলে গিয়ে  পাল্টা সায়নী ঘোষ বলেন, 'শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন এটা। ওনারতো মাটির নিচে অনেক কিছু আছে।' খড়্গপুরের বিধায়ক হিরনের পোস্টার পড়া নিয়ে বলেন, 'হিরনকে নিয়ে বলার মত কিছু নেই। হিরনকে নিয়ে আমরা যত বেশি বলব তত বেশি গুরুত্ব পাবে।' পাশাপাশি তিনি দিলীপ ঘোষকে নিশানা করে বলেন, 'পাঁচ বছরে খড়্গপুরে দিলীপ ঘোষকে শুধু মর্নিং ওয়ার্ক করতে দেখা গেছে। খড়গপুরের মানুষেরা পাঁচ বছরে উনার কাছ থেকে আদতে কিছু পেয়েছেন কি না তার হিসাব করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কী পেয়েছেন সেটারও হিসাব করবেন।  হিরনকে নিয়ে আমি একটা কথা বলব ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না। আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না। কাজ করুন। মানুষের কাছে থাকুন। মানুষের চাহিদা ভীষণ কম। সেইটুকুই আপনারা পূরণ করতে পারছেন না। সত্যিই আপনাদের লজ্জা থাকা দরকার।'