গাছ বাঁচিয়ে রাখুন, বার্তা দিয়ে গাছ বৃক্ষরোপণ কর্মসূচী, উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি

রাজ্য জুড়ে যে ভাবে নিয়ম না মেনে গাছ কাটা হচ্ছে তা এই গরমের দিন দেখারই ছিল। কিন্তু এর উপায় হোলো গাছ লাগানো। 

author-image
Probha Rani Das
New Update
vbnbvq8.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এই রাজ্যেই যে ভাবে গরমের প্রকোপ বাড়তে শুরু করেছে তাতে নাজেহাল হয়ে পড়ছে সবাই। এর মূল কারন গাছ কাটা। রাজ্য জুড়ে যে ভাবে নিয়ম না মেনে গাছ কাটা হচ্ছে তা এই গরমের দিন দেখারই ছিল। কিন্তু এর উপায় হোলো গাছ লাগানো। 

vbnbvq7.jpg

আমরা যদি প্রচুর সংখ্যক গাছ লাগাই, তাহলে এই সমস্যা অনেকটাই কমতে পারে। তাই গাছ বাঁচানোর বার্তা নিয়ে ডেবরার রাধামোহনপুর এলাকায় একটি সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করা হয়। যেখানে এলাকার পড়ুয়াদেরও সামিল করা হয়।

WhatsApp Image 2024-06-18 at 10.33.13 PM.jpeg

এদিন রাধামোহনপুর এলাকায় বেশ কয়েকটি গাছ লাগানো হয়। যেখানে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সৌমেন ঘোষ সহ সংস্থার আধিকারিক ও সদস্যরা। আগামী দিনে তাদের এই কর্মসুচী আরো বৃহৎ আকারে বিভিন্ন জায়গায় করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। 

Add 1