কারাগারে কোটি কোটি টাকার কাজ হচ্ছে...গুন্ডারা বাংলাদেশি নাকি রোহিঙ্গা?- বিজেপিকে তোপ দিলো কে?

দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বিজেপি নেতা বিজেন্দর গুপ্তকে তীব্রভাবে আক্রমণ করে প্রশ্ন তুলেছেন, 'গুন্ডারা বাংলাদেশি বা রোহিঙ্গা কিনা?'

author-image
Debapriya Sarkar
New Update
Saurabh Bharadwaj aq1.jpg

নিজস্ব সংবাদদাতা : দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ আজ বিজেপি নেতা বিজেন্দর গুপ্তের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যাদের গুন্ডা হিসেবে উল্লেখ করেছেন, তারা এখন প্রতিদিন সংবাদপত্রে উঠে আসছে। আমি জানতে চাই, এই গুন্ডারা কি বাংলাদেশি বা রোহিঙ্গা? নাকি তারা কোনো বিশেষ ধর্মের অনুসারী?"

Saurabh Bharadwaj

ভরদ্বাজ আরও বলেন, "এই গুন্ডাদের অধিকাংশই বর্তমানে কারাগারে বন্দী, অথচ কারাগার থেকেও কোটি কোটি টাকার কাজ করা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে এই ঘটনার সাথে যুক্ত করতে চান, তবে সেই দায়িত্বও তাদের।"

Saurabh Bharadwaj aq2.jpg

তিনি শেষ করেন, "রোহিঙ্গারা এখানে কীভাবে ঘুমাচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়গুলোর যথাযথ জবাব দেওয়া উচিত।"