নিজস্ব সংবাদদাতা : কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় মঙ্গলবার এক প্রতিক্রিয়া জানিয়েছেন। সৌগত রায় বলেন, "ফিরাদ হাকিম বা আমি কেউই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে চিন্তিত নই। প্রশাসনকে একটু নাড়া দিতে হয়, সেটাই করছি। কল্যাণের কথার গুরুত্ব নিয়ে আমি কিছু বলতে চাই না।"
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নারদ কেলেঙ্কারি প্রসঙ্গে মুখ খুলে বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই, সৌগত রায়, ফিরাদ হাকিম, বা হুমায়ূন আহমেদেরও নয়। একদিকে বলবে, ‘দিদি ছাড়া দল চলবে না’, অন্যদিকে দিদির বিরুদ্ধে সমালোচনা করবে, এটা ঠিক নয়।"
সৌগত রায়ের মন্তব্যের মাধ্যমে এক রকম প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "কল্যাণের কথার গুরুত্ব আমি জানি না, তবে এই নিয়ে আমরা কেউই চিন্তিত নই।" এদিকে, তৃণমূল কংগ্রেসের মধ্যকার এই তরজা দলের ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।
তৃণমূল অন্দরে ভাঙ্গনের ইঙ্গিত স্পষ্ট : সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে উত্তেজনার ঝড়
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপা টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। সৌগত রায়ের পালটা প্রতিক্রিয়া নিয়ে বিশ্লেষণ।
Follow Us
নিজস্ব সংবাদদাতা : কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় মঙ্গলবার এক প্রতিক্রিয়া জানিয়েছেন। সৌগত রায় বলেন, "ফিরাদ হাকিম বা আমি কেউই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে চিন্তিত নই। প্রশাসনকে একটু নাড়া দিতে হয়, সেটাই করছি। কল্যাণের কথার গুরুত্ব নিয়ে আমি কিছু বলতে চাই না।"
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নারদ কেলেঙ্কারি প্রসঙ্গে মুখ খুলে বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই, সৌগত রায়, ফিরাদ হাকিম, বা হুমায়ূন আহমেদেরও নয়। একদিকে বলবে, ‘দিদি ছাড়া দল চলবে না’, অন্যদিকে দিদির বিরুদ্ধে সমালোচনা করবে, এটা ঠিক নয়।"
সৌগত রায়ের মন্তব্যের মাধ্যমে এক রকম প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "কল্যাণের কথার গুরুত্ব আমি জানি না, তবে এই নিয়ে আমরা কেউই চিন্তিত নই।" এদিকে, তৃণমূল কংগ্রেসের মধ্যকার এই তরজা দলের ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।