পঞ্চায়েত নির্বাচন : জনরোষের মাঝে শতাব্দী

যখনই তিনি মানুষের কাছে যান তখনই পড়েন বিক্ষোভে। অনুব্রত মণ্ডলের গড়ে এ কী কাণ্ড! ভোট চাইতে গিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি শুনতে হল শতাব্দী রায়কে।

author-image
Pallabi Sanyal
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মানুষের কাছে গেলেই পড়ছেন বিক্ষোভের মুখে। দিদির দূত কর্মসূচিতে গিয়ে যেভাবে বীরভূমে জনরোষের মুখে পড়েছিলেন সেই ঘটনারই রিপিট টেলিকাস্ট দেখা গেল নির্বাচনী প্রচারে। ভোট চাইতে গিয়েও বিক্ষোভের সামনে পড়লেন তারকা সাংসদ। আবাস, পানীয় জল থেকে একাধিক সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের মধ্যে প্রধান সমস্যা পানীয় জলের। একেই গরম। তার ওপর অমিল পানীয় জল। তার ওপর রয়েছে আবাসের বাড়ি না মেলারও অভিযোগ। সাংসদকে সামনে পেয়ে এদিন তার হাতে অভিযোগ পত্রও ধরান স্থানীয়রা। সমস্যার সমাধান না হলে দেওয়া হয়েছে ভোট বয়কটের ডাক।  চাপের মুখে সমস্যা সমাধানের আশ্বাস শতাব্দীর।