BREAKING : মোদির নেতৃত্বে ভারত এখন বিশ্বশক্তি ! মোদির ভূয়সী প্রশংসা করলেন দিয়া কুমারী
BREAKING : ভারত-পাকিস্তান সমস্যায় বারবার বাইরের হস্তক্ষেপ ! হতাশ কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি
BREAKING : ট্রাম্পের হস্তক্ষেপ মূল্যহীন ! এবার কাশ্মীর প্রসঙ্গে গর্জে উঠলেন প্রাক্তন ব্রিগেডিয়ার হেমন্ত মহাজন
BREAKING : যুদ্ধবিরতির মাঝেই বড় পদক্ষেপ ভারতের ! উত্তর প্রদেশে স্থাপিত হবে নতুন ব্রহ্মস ইউনিট
BREAKING : ট্রাম্পের টুইট নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা কপিল সিব্বল !
BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদের, ফেরত দিক পাকিস্তান ! গর্জে উঠলেন হেভিওয়েট নেতা
BREAKING : যুদ্ধবিরতির কথা বলেও বলেননি মোদি ! বড় দাবি করলেন একনাথ শিন্ডে
পাকিস্তান কেড়ে নিয়েছে মামার প্রাণ, তার বদলা চায় ভাগ্নে!
BREAKING : যুদ্ধবিরতির পর রাজনাথ সিং-এর বাড়িতে বড় বৈঠক ! কি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার ?

আক্রান্ত বিজেপি! নেপথ্যে শওকত মোল্লা? সুকান্তকে অপেক্ষা করতে বললেন শশী

বিজেপি কর্মী আক্রান্ত! কাঠগড়ায় তৃণমূল। ট্যুইট যুদ্ধে জড়ালেন সুকান্ত মজুমদার ও শশী পাঁজা।

author-image
Pallabi Sanyal
New Update
১১১১১১

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ফের তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি! পঞ্চায়েত নির্বাচনের আগে ছেতে যে রাজনৈতিক হিংসার শুরু  হয়েছিল তার বাতাবরণ আজও রয়েছে বাংলায়! বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে কাঠগড়ায় তুলে ঘটনার নেপথ্যে শওকত মোল্লার ইন্ধন রয়েছে বলেই দাবি করেছেন। আর এবার পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রী শীশী পাঁজা। 
সুকান্ত একিস হ্যান্ডেলে ভিডিও ও ঘটনার ছবি পোস্ট করে লিখেছেন, ''টিএমসি-সমর্থিত গুন্ডারা আমাদের উপর তাদের নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। ক্যানিং ওয়েস্ট, মন্ডল-৩-এর বিজেপি যুব মোর্চার জিএসের বাড়ি  শওকত মোল্লার দ্বারা সমর্থিত গুন্ডারা ভাংচুর করে ও  লুঠপাট চালায়।''  
সুকান্তর পোস্ট শেয়ার করে তাকে ট্যাগ করে পাল্টা শশী লেখেন,  ''পুলিশ সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা সমস্ত প্রাসঙ্গিক তথ্য উন্মোচনের জন্য ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার জন্য অপেক্ষা করা যাক। ততক্ষণ পর্যন্ত, ভিত্তিহীন অভিযোগ দিয়ে আমাদের অপমান করা বন্ধ করুন।''

 

 

 

 

hiring.jpg