নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সাপকে খাওয়াতে গিয়ে তার কামড়েই মৃত্যু হোলো সর্পবন্ধু মোজেহার গাজি ওরফে দীপক সর্দার। সূত্র মারফত জানা গিয়েছে গতকাল দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দনীচক এলাকায় নিজের বাড়িতে সাপকে খাওয়াতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। তারপর নিজেই হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে শুরু করেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোজেহার গাজির বাড়ি বারুইপুর এলাকায়। গত ৪০ বছর ধরে তিনি সর্পবন্ধুর কাজ করছিলেন। বিভিন্ন জায়গায় সাপ ধরতেন তিনি। এছাড়াও, প্রদর্শনী করতেন, কাউকে সাপ মারতে দিতেন না। প্রায় ১২ বার তিনি সাপের কামড় খেয়েছেন। তবে প্রতিবারেই বেঁচে ফিরেছিলেন। এবার আর তা হলো না।
ইতিমধ্যে মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে ডেবরা থানার পুলিশ। দুপুরে মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, মোজেহার গাজির কাছে থাকা সাপগুলির এবার কী করা হবে তা নিয়েও চিন্তিত সবাই।