নিজস্ব সংবাদদাতা: বীরভূমের শান্তিনিকেতন (Shantiniketan) বাঙালির আবেগের জায়গা। সেই শান্তিনিকেতনই এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার (World Heritage Center) হিসেবে ঘোষিত হতে চলেছে। ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমসের (ICOMOS) তরফে শান্তিনিকেতনের অন্তর্ভুক্তির বিষয়ে নাকি পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে যে আগামী সেপ্টেম্বর মাসে সৌদি আরবের (Saudi Arab) রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক সম্মেলন থেকে এই ঘোষণা করা হবে। এদিকে বর্তমানে নানা কারণে বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে শান্তিনিকেতন।