"আমি পুলিশের চাকরি করি” শান্তিনিকেতনে কনস্টেবলের দাদাগিরি! বেধড়ক মারধরের অভিযোগ

শান্তিনিকেতন থানায় কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। “আমি পুলিশের চাকরি করি” এই রোয়াব দেখিয়ে তিনি পাশের বাড়ির বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠল।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
bolpur-santiniketan-station-1920x1440

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: শান্তিনিকেতন থানায় কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। “আমি পুলিশের চাকরি করি” এই রোয়াব দেখিয়ে তিনি পাশের বাড়ির বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠল। ঘটনাস্থল হল বোলপুর থানার অন্তর্গত মাদ্রাসা পাড়া। 

 

সূত্রের খবর, এলাকার বাসিন্দা আব্দুল রকিব ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে মারধর করার ও গুরুতর জখম করার অভিযোগ উঠছে পাশের বাড়ির পুলিশে কর্মরত হাসেম আলীর বিরুদ্ধে। 

 

অভিযোগ উঠছে, আব্দুল রকিব হাসেম আলীর বাড়ির নির্মাণের কাজ চলছে। সেজন্য বাড়ির দেওয়ালে সিমেন্ট লেগে যায়। তখন আব্দুল রকিবের পরিবারের সদস্যরা দেওয়াল পরিস্কার করে দিতে বললে পুলিশে কর্মরত হাসেম আলী হুমকি দিতে থাকে নিয়মিত। এরপর গতকাল রাতে আব্দুল রকিবের বাড়িতে গিয়ে কয়েক জনকে নিয়ে গিয়ে চড়াও হয় ও ব্যাপক মারধর করে। ঘটনায় বেশ কয়েকজনক গুরুতরভাবে জখম হন।