নিজস্ব সংবাদদাতা: পেনশন যোজনা থেকে উজালা প্রকল্প, রয়েছে সরকারি নানা ঋণ। সাধারণ মানুষকে আরও বেশী করে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে নিয়ে অবগত করার জন্য দুর্গাপুরের মাটিতে এসে পৌঁছাল সংকল্প বিকাশ যাত্রা। দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের নতুন পল্লীর মাঠে আজ ক্যাম্প করে মানুষকে কেন্দ্রীয় প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া আজ সংকল্প বিকাশ যাত্রার গাড়িকে স্বাগত জানালেন দুর্গাপুরে। এক কথাতে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় হাজির কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। আর সংকল্প যাত্রার এই ট্যাবলো গাড়িতে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কেন্দ্রের নানা জনহিতকর প্রকল্পগুলিকে তুলে ধরা হল সাধারণ মানুষের কাছে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া বলেন,মানুষের দোরগোড়ায় এই প্রকল্পগুলিকে নিয়ে আসাতে এবার মানুষ শুধু অবগত হওয়া নয়, আরও বেশী করে সরকারি প্রকল্পগুলির সুযোগ সুবিধা পাবেন। এই ক্যাম্পে ফর্ম ফিলাপ করার সুবিধা রয়েছে। পক্ষপাতিত্ব নয়, মানুষ যাতে এই সরকারি সুযোগ সুবিধে গুলো পায় সেটাই হচ্ছে এই সংকল্প যাত্রার উদ্দেশ্য। দিদির দুয়ারে সরকার প্রকল্পকে কপি পেস্ট করে লোকসভা নির্বাচনের আগে বাজিমাতের চেষ্টা করছে বিজেপি, যেটা সফল হবে না বলে বলে তৃণমূলের তরফে মন্তব্য পেশ করা হয়। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার চেষ্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। একই ভাবে সব লোক দেখানো বলে কটাক্ষ করেছেন অন্যান্য বিরোধীরা। আজ দুর্গাপুরে সংকল্প বিকাশ যাত্রার বিশেষ গাড়ি আর ক্যাম্প থেকে ঋণ পেয়ে খুশি সাধারণ মানুষ।