নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের নবজোয়ার যাত্রা নিয়ে ঠাকুরনগরে প্রবেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর দফায় দফায় অশান্তির সৃষ্টি হয়। মতুয়াগড় রণভূমির চেহরা নেয়। অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এই মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার আদালতের রায় নিয়ে মুখ খুললেন শান্তনু। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন যে তিনি খুশি। সেই সঙ্গে তৃণমূলকে একহাত নিয়ে বলেন, সেদিনের অশান্তি তৃণমূলের পূর্ব পরিকল্পতি। গোটা ঘটনাকে চক্রান্ত বলে দাবি করেছেন শান্তনু। তৃণমূলের নবজোয়ার মতুয়াগড়ে ভাটায় পরিণত হওয়ায় তৃণমূলের মেজাজ সপ্তমে ছিল বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের ঠাকুরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তার জেরেই ক্ষিপ্ত মতুয়া সমাজ। মুখ্যমন্ত্রী ক্ষমা চাক, দাবি একটাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় জুতো মেরে গরু দান করতে এসেছিলেন বলে সুর চড়ান শান্তনু।