সঙ্গীতের জীবনে নতুন গান বেঁধে দিলেন লরেন্স দম্পতি, এবার সে চলল নিউ জার্সি

গত চার বছর ধরে সঙ্গীত নামে ওই শিশু সেখানেই লালিত পালিত হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-01-07 at 18.35.21

File Picture

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বছর চারেক আগে খড়গপুর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল। জন্মগত ত্রুটি সম্পন্ন ওই শিশুর তখন বয়স ছিল মাত্র ৬ মাস। পশ্চিম মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা দপ্তরের তরফে শিশুটিকে উদ্ধার করে রাখা হয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনে বা সরকারি হোমে। 

গত চার বছর ধরে সঙ্গীত নামে ওই শিশু সেখানেই লালিত পালিত হয়েছে। তার সমস্ত ধরনের চিকিৎসা করানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তথা শিশু সুরক্ষা দপ্তরের তরফে। এখন সম্পূর্ণভাবে সুস্থ সঙ্গীত। নতুন বাবা মায়ের হাত ধরে এবার সে পাড়ি দিতে চলেছে সুদূর আমেরিকার নিউ জার্সিতে। 

yiplkio

সমস্ত নিয়ম মেনে দত্তক নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছিল আগেই। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের তরফে আমেরিকার নিউ জার্সির দম্পতি যশুয়া লরেন্স এবং রাভিন লরেন্সের হাতে সংগীতকে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্রও তুলে দেওয়া হয়েছে। 

আমেরিকান দম্পতি বলেন, “এটা আমাদের কাছে নতুন বছরের সেরা উপহার”।

         

অন্যদিকে, সঙ্গীতের জন্যে আনন্দ হলেও, এবার সঙ্গীতকে ছাড়তে কষ্টও হচ্ছে হোমের আধিকারিকদের।