নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ফের সন্দেশখালিতে হাজির হয় সিবিআইয়ের টিম। এক মহিলা আধিকারিক নিয়ে এদিন তদন্তকারীদের ওই দল যায়। সূত্রে খবর, আবু তালেবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন বিকালে আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। আবু তালেবের বাড়ির সামনে পৌঁছায় তাঁরা। সে সময় বাড়ি বাইরে থেকে তালা দেওয়া ছিল। কিছুক্ষণ পরই আবু তালেবের স্ত্রী বাড়িতে এসে পৌঁছান বলে খবর। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআইয়ের টিম। সূত্রের খবর, শুক্রবার সিবিআই এলাকায় ঢোকার আগেই মল্লিকপাড়ার বাড়ি থেকে বেরিয়ে যান আবু তালেব।
এদিন আবু তালেবের স্ত্রীকে শুক্রবারের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমার যা বলার সিবিআইকে বলেছি। স্যরদের বলেছি। আমি আর কাউকে বলতে পারব না।" তবে তালেব-পত্নীর দাবি, শেখ শাহজাহানকে তিনি চেনেন না। তাহলে শেখ শাহজাহানের পরিচয়পত্র তাঁদের বাড়িতে কেন? উত্তরে আবু তালেবের স্ত্রী বলেন, "জানি না।"