খোলাবাজারে অমিল অস্ত্র, সেই অস্ত্র পেলেন কোথায় শাহজাহান?

যে অস্ত্রভাণ্ডার গতকাল বাজেয়াপ্ত করা হয়েছে, তার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sandeshkhaliuu1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সিবিআই-এনএসজির যৌথ অভিযান প্রশ্ন তুলে দিয়েছে হাজারও। অত বিপুল পরিমাণ অস্ত্র এলো কোথা থেকে এখন এটিই কোটি টাকার প্রশ্ন। যা জানা যাচ্ছে, এক একটি পিস্তলের দাম ৭ থেকে ৮ লক্ষ টাকা। আরও বড় বিষয় হল, এই অস্ত্রভাণ্ডারে মজুত একাধিক বন্দুক বা পিস্তল খোলাবাজারে বিক্রিই হয় না। এগুলি বিদেশে মার্কিন মুলুক কিংবা মায়ানমারে নিলামে বিক্রি হয়। সিবিআই জানিয়েছে, যে অস্ত্রভাণ্ডার গতকাল বাজেয়াপ্ত করা হয়েছে, সেই অস্ত্রভাণ্ডারের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

এতো টাকা এলো কোথা থেকে? আর কেই বা এগুলো কিনেছিল? শেখ শাহজাহানের রাইফেল কেনার লাইসেন্সও গতকাল বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে কি শাহজাহানই বেআইনি ভাবে এই অস্ত্র কিনেছিল? নাকি তাঁকে সাহায্য করছিল কোনও বড় মাথা? এই প্রশ্ন গুলোর এবার উত্তর খুঁজছে সিবিআই। 

FRTYYR23.jpg

FRTYYR24.jpg

Add 1