নিজস্ব সংবাদদাতা: গতকালই হাইকোর্ট সন্দেশখালিতে জারি থাকা ১৪৪ ধারা প্রত্যাহার করার নির্দেশ দেয়। তাতে প্রশাসনকে তীর্যক ভাষায় আক্রমণও করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, ‘আপনাদের যা অবস্থা দেখছি, তাতে কোনও একদিন এসে এও বলতে পারেন যে সারা শহর জুড়েই ১৪৪ ধারা জারি করতে হবে’। যদিও বিচারপতির এহেন মন্তব্য করাই সার হল। গতকাল মধ্যরাত থেকে ফের সন্দেশখালিতে জারি হল ১৪৪ ধারা।
সন্দেশখালি ২ নম্বর ব্লকের ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হল। গতকাল রাত পৌনে ১২টা থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। ১৯টি জায়গায় ৫০০ মিটারের ‘কনটেনমেন্ট’ করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল আদালত থেকে এমনটাও বলা হয়েছিল যে, সন্দেশখালির নির্দিষ্ট অঞ্চলে ১৪৪ ধারা জারি করা যেতে পারে। আদালতের সেই নির্দেশের পরই নতুন করে জারি হল ১৪৪ ধারা।