সন্দেশখালিতে ফের উত্তেজনা, ক্ষুব্ধ জনতা

জবর দখল করে রাখা মাঠ ফেরত পাওয়া গেলেও জমির ব্যাপারে মিলল না কোনও প্রতিশ্রুতি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: জাতীয় এসটি কমিশনের উপস্থিত থাকার আবহেই ফের নতুন করে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। গ্রামবাসীদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হলেও এখনও তা ফেরত পাননি তারা। আজ জবর দখল করে রাখা মাঠ ফেরত পাওয়া গেলেও জমির ব্যাপারে মিলল না কোনও প্রতিশ্রুতি। আর তাতেই ফের নতুন করে ছড়াল উত্তেজনা।

গ্রামবাসীদের অভিযোগ, ‘কেড়ে নেওয়া জমির যা হাল করেছে এই ৩ বছরে, সেই জমিতে চাষ করা যাবেনা। আর জমির জন্যে আমরা কোনও দামও পায়নি। আর আজ জমি ফেরতের দাবি জানালে, শেখ শাহজাহানের ভাই সিরাজের অনুগামীরা এসে ভয় দেখাচ্ছে’। আর এতেই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের একাংশ মহিলা। মাছের ভেড়ির পাশে থাকা আলা ঘরে অগ্নি সংযোগও করে দেয় ক্ষিপ্ত জনতা। এবার শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা গ্রাম।

v

cityaddnew

স

স