সড়ক পথে নয়, অবৈধ ভাবে নদী পথে চলছে বালি পাচার, গ্রেফতার ৫

উদ্ধার হয় বালি বোঝাই একাধিক নৌকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2024-12-15 at 12.50.26

File Picture

নিজস্ব সংবাদদাতা: হলদি নদী থেকে সবংয়ের কেলেঘাইয়ের পাড়ে থাকা ইঁট ভাটা গুলিকে রাতের অন্ধকারে বালি সার্ভিস দিল চোরা কারবারিরা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সবংয়ের কেলেঘাই নদীতে হানা দেয় সবং থানার পুলিশ।

তারপর উদ্ধার হয় বালি বোঝাই একাধিক নৌকা। গ্রেফতার করা হয় ৫ জনকে। রবিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর হলদি নদী থেকে কেলেঘাই নদীতে নৌকা করে বালি নিয়ে এসে কাঁটাখালি ও তার পার্শ্ববর্তী এলাকার ইঁট ভাটা গুলিতে বহু মুল্যে এই বালি সার্ভিস দেওয়া হত।

bali fthghj

সেই খবর পুলিশের কাছে আসতেই অভিযান চালাই তারা। উদ্ধার হয় বালি বোঝাই নৌকা। গ্রেফতার করা হয় ৫ জনকে। এরা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকার বাসিন্দা। মূলত বালি পাচার হয় সড়ক পথে। তবে এবার সবংয়ের মতো জায়গায় এই ঘটনায় হতবাক সবাই।