নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোড় থেকে চিত্রা মোড় পর্যন্ত র্যালি করেন সনাতন ধর্মাবলম্বী মানুষজনেরা। এইদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে " হরে কৃষ্ণ হরে রাম " বলে খোল করতাল নিয়ে র্যালি করতে দেখা যায়।
সনাতনীদের মিছিলে দেখা যায় আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মীদের।