নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: সদ্য হয়ে যাওয়া কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দলদের ঘোষণায় বাড়ছে সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে অবস্থিত শালবনীতে ‘পাওয়ার প্লান্ট’ বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করেছেন সজ্জন জিন্দল। প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথাও ঘোষণা করা হয়েছে। আর তাতেই আশা দেখছেন এলাকার মানুষজন।
পশ্চিম মেদিনীপুর শালবনিতে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানার বদলে ৮০০ মেগা ওয়াটের দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি। পরে আরও ১৬ হাজার কোটি লগ্নি করে ক্যাপাসিটি দ্বিগুণ করার ঘোষণা রয়েছে তাঁর। ফের আশায় বুক বাঁধা শুরু করেছেন শালবনির জমিদাতারা। কারণ, তাঁদের আশা পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে তাঁদের কর্মসংস্থান হবে।
তবে আদৌ কি এই কারখানার গড়ে উঠবে, সে বিষয়ে যথেষ্টই সন্ধিহান রয়েছেন এলাকাবাসী। কারণ দীর্ঘদিন ধরে শালবনীতে জিন্দাল কারখানা রূপায়ণ করার পদ্ধতি চলেছে, বাস্তবে এখনো তা সম্পূর্ণ রূপদান করে মানুষের কর্মসংস্থানে পরিণত হতে পারেনি। তবে ২০২৫ সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নতুন করে ঘোষণার পর আবারও আশার আলো দেখছে জঙ্গলমহলের মানুষজন।
জমিদাতা অসিত কর মাহাতো বলেন, “২০১৪ সাল থেকে শুনে আসছি কারখানা তৈরি হবে এলাকার জমিদাতারা কাজ পাবেন। তবে এইবারই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দল এর ৬০০০ কোটি টাকা বিনিয়োগ করবে শালবনিতে, এটা শোনার পর আমরা খুশি। তবে যত দ্রুত এই কাজ বাস্তবে রূপায়ণ হবে তত তাড়াতাড়ি আমরা কাজ পাব, উপকৃত হব”।