BREAKING : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জের ! সমস্ত ছুটি বাতিল করলো দিল্লি এইমস (AIIMS)
BREAKING : প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নিয়েছেন ! এবার মোদির ভূয়সী প্রশংসা করলেন অধীর
BREAKING : উরি সীমান্তে ফের গোলাবর্ষণ করলো পাকিস্তান ! পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর
BREAKING : তড়িঘড়ি তিন সেনা প্রধানের সাথে বৈঠক করলেন মোদি ! কোন বড় সিদ্ধান্তের পথে ভারত ?
BREAKING : পাকিস্তানকে শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনীই যথেষ্ট ! এবার সেনাবাহিনীকে নিয়ে বড় মন্তব্য করলেন তেজস্বী যাদব
৩০০-৪০০টা ড্রোন ঢুকেছিল ভারতের আকাশে, স্পষ্ট করলেন কর্নেল কুরেশি
BREAKING : জরুরি অবস্থার জোরদার প্রস্তুতি গুজরাটে ! বাতিল হল সরকারি কর্মীদের ছুটি
BREAKING : বেসামরিক বিমানের আড়ালে হামলা চালিয়েছে পাকিস্তান ! বড় দাবি করলেন উইং কমান্ডার ভূমিকা সিং
BREAKING : ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই ! এবার ভারতীয় সেনাকে নিয়ে বড় মন্তব্য করলেন কেশব প্রসাদ মৌর্য

নব জোয়ারে হবে জন জোয়ার, আশায় TMC

পশ্চিম বর্ধমান জেলায় ১৬ তারিখে নব জোয়ার কর্মসূচিতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গেছে , নরেন্দ্র মোদী সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কারখানা হিন্দুস্তান কেবেলসের ময়দানে তিনি অধিবেশন ও রাত্রিবাস করবেন।

author-image
Pritam Santra
New Update
tmc

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলায় ১৬ তারিখে নব জোয়ার কর্মসূচিতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গেছে , নরেন্দ্র মোদী সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কারখানা হিন্দুস্তান কেবেলসের ময়দানে তিনি অধিবেশন ও রাত্রিবাস করবেন। অভিষেকের কর্মসূচিকে সুন্দর ও সফল করতে মরীয়া সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস। 

tmc

কর্মসূচিকে সামনে রেখে বুধবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ব্লকের তৃণমূল নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক করা হয় শ্রমিক মঞ্চে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং,আইএনটিটিইউসির ব্লক সভাপতি মনোজ তেওয়ারী, শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব সহ সমস্ত পঞ্চায়েত প্রধান, উপ প্রধানরা।তাছাড়া এদিন বৈঠকের পর নেতারা মিলে কেবেলসের ময়দান পরিদর্শন করেন। 

এদিন মুকুল উপাধ্যায় জানান, "অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্লকে আসছেন, তাই তাকে রাজার মত স্বাগত জানানো হবে। জুবলি মোড় থেকে তার সঙ্গে প্রায় ১৫ হাজার মোটর সাইকেল থাকবে। তাছাড়া জুবলি থেকে রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবেলস ময়দান পর্যন্ত রাস্তার দুই পাশে এলাকার মানুষ তাকে ফুল ছড়িয়ে স্বাগত জনাবেন। আমাদের একটাই লক্ষ্য, এই নব জোয়ার যাত্রা যেন জন জোয়ারে পরিণত হয়।"