নিজস্ব সংবাদদাতা: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এলাকায় পুলিশকে গুলি করে চম্পট দেওয়া বিচারাধীন বন্দিকে গ্রেফতার। বাংলাদেশে (Bangladesh) পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশ সাজ্জাক আলমকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ধৃত। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
বুধবার রায়গঞ্জ আদালত থেকে জেল ফেরতের সময়, গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে বাস থামায় সাজ্জাক। প্রস্রাব করার নাম করে দুই পুলিশকর্মীকে আহত করে পালায় সে। উল্লেখ্য, জেলবন্দি সাজ্জাক খুন ও ডাকাতির মামলায় বিচারাধীন বন্দি।
এদিন, সিসি ক্যামেরায় ধরা পড়ে সাজ্জাকের চম্পট দেওয়ার ছবি। পুলিশ জানায়, কোর্ট লক আপে সাজ্জাকের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেয় অনুুপ্রবেশ মামলায় জেলখাটা বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেন। ২ জনের সন্ধানে ছবি দিয়ে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ।