নিজস্ব সংবাদদাতাঃ বরানগর বিধানসভা উপনির্বাচনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আজ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শঙ্কর রাউত এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং বেশ কয়েকজন বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছে।
মারধরের ফলে আহত হয়েছেন বিজেপির বেশ কয়েকজন কর্মী। এই ঘটনায় বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ-এর সাথে কেন্দ্রীয় বাহিনীর বচসা শুরু হয়। বিজেপির আরেক রাজ্য নেতা কৌস্তব বাগচী কার্যত অভিযোগ তোলেন তৃণমূলের কাছে কেন্দ্রীয় বাহিনী মদ মাংসে বিক্রি হয়ে গেছে। তবে এই ঘটনায় তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে গোটা ঘটনার দায় অস্বীকার করা হয়েছে।