নিজস্ব প্রতিবেদন : গত শুক্রবার সন্ধ্যায় রঞ্জনা সাউ (২৯) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক, নার্স এমনকি এক পুলিশ অফিসারের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় গাফিলতির নিয়ে প্রশ্ন উঠেছে।
আরজিকর মেডিকেল কলেজের কান্ড কেন্দ্র করে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটনার ১০ দিনের মধ্যেই ঘটা করে উদ্বোধন করা হয় পুলিশি আউট পোস্ট। খোদ পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া উদ্বোধন করেছিলেন সেই আউটপোস্টের। তারপরেও জুনিয়র ডাক্তারদের উপর হামলায় প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা দিয়ে কি লাভ হল?
শুক্রবারের ঘটনার পর আবার নতুন করে নড়েচড়ে বসেছে ব্যারাকপুর পুলিশ। উদ্যোগী হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষরাও। এদিন সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর হামলা-কাণ্ডে বেসরকারি নিরাপত্তারক্ষীদের শো-কজ করা হয়েছে। ওইদিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে যাঁরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের শো-কজ করলেন হাসপাতাল সুপার। নিরাপত্তারক্ষী যাঁরা সরবরাহ করেন, সেই সংস্থাকেও শো-কজ করলেন হাসপাতালের সুপার। হামলাকাণ্ডের পর নতুন করে হাসপাতাল সিসি ক্যামেরার সংখ্যা বাড়াচ্ছে। আগে ছিল ২৪৪টি ক্যামেরা, আরও ৩৩০টি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের তরফে।