সেফ ড্রাইভ সেভ লাইফ' ! ট্রাফিক আইন মেনে চলার জন্য পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন

সচেতনতা বাড়ানো উচিত।

author-image
Adrita
New Update
COVERহগ্ন

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ সেফ ড্রাইভ সেভ লাইফ' উদ্যোগের অষ্টম বর্ষপূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আট বছর আগে ২০১৬ সালে ৮ জুলাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' উদ্যোগ নেওয়া হয়েছিল।

বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত মোটরসাইকেল চালক ও গাড়ির চালকদের সচেতন করতে একটি র‍্যালি করা হয়।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল, ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস, তমলুকের ট্রাফিক ইন্সপেক্টর অতনু কাঞ্জিলাল, ওসি ট্রাফিক সঞ্জু দত্ত সহ ট্রাফিকের পুলিশ আধিকারিকরা। 

 এদিন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল বলেন, '' শুধুমাত্র ভয় নয় নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধও করেন। ''