আদালতে হাজির হওয়ার পর কী দাবি করলেন তাহাব্বুর রানা!
মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন মঞ্চে ডাকলেন পুলিশ অফিসারকে! তারপরেই থাপ্পড় মারার ইঙ্গিত
পহেলগাম জঙ্গি হামলা সংক্রান্ত বিষয়ে দলীয় নির্দেশ দিল কংগ্রেস
পাকিস্তানকে এখন ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে! গর্জে উঠলেন বিজেপি নেতা
সিদ্দারামাইয়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে কী বললেন চালবাদী নারায়ণস্বামী?
পহেলগাম নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ
যোগ্য বলে চিহ্নিত নয়, এমন চাকরিহারাদের কালীঘাট অভিযানে উত্তপ্ত এলাকা
রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় এই জেলার জয়জয়কার! ২২টি পদক পশ্চিম মেদিনীপুরের
চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু! হাসপাতাল বসে পড়ল মৃতের আত্মীয়রা

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুরে 'Safe Drive Save Life' প্রোগ্রামের সূচনা!

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুরে শুরু হল 'Safe Drive Save Life' প্রোগ্রাম।

author-image
Probha Rani Das
New Update
vdfgd53.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 'Safe Drive Save Life' প্রোগ্রাম এর অংশ হিসেবে চলতি মাসের ৮ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইন্স এ 'ড্রাইভিং লাইসেন্স মেলা'র আয়োজন করা হয়েছে।

vdfgd52.jpg

এই প্রোগ্রামে সরকারি মূল্যে দুই চাকা ও চারচাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পাশাপাশি গাড়ির চালক এবং আরোহীদের জন্য সচেতনতামূলক শিবিরও হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার উদ্বোধন করেন এই অনুষ্ঠানের।

vdfgd51.jpg

পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন সকাল থেকেই ড্রাইভিং লাইসেন্স এর জন্য সাধারণ মানুষের ভিঁড় জমতে দেখা যায় পুলিশ লাইনের মাঠে।