দু'বছরে সরকার কিচ্ছু করেনি!

আজ পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশন। এসএডি বিধায়ক সুখবিন্দর কুমার সুখী সেই বাজেটে কৃষকদের সমস্যার কথা তুলে ধরবেন বলে জানা গেছে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
MKOIJK,

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশনে, এসএডি বিধায়ক সুখবিন্দর কুমার সুখী বলেছেন, "সরকারের অনেক সমস্যা রয়েছে। তারা দুই বছরে কিছুই করেনি। এমনকি তারা তাদের নিজস্ব গ্যারান্টিও পূরণ করেনি। মহিলারা এক হাজার টাকার জন্য অপেক্ষা করছে। তারা দাবি করে যে তারা ৪০হাজার চাকরি দিয়েছে কিন্তু কতজন অবসর নিয়েছে তা তারা উল্লেখ করেনা। আমরা কৃষকদের সমস্যার কথাও অধিবেশনে তুলে ধরবো।"

Add 1

Ad3

Addd 3

Ad 2