নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের বজলাল পুর গ্রাম পঞ্চায়েত ও পটাশপুর ২ নং ব্লকের শ্রীরামপুর এর মাঝামাঝি খালের ওপর বিজের নিচে বস্তা ভর্তি সরকারি সিল লাগানো চাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়লো এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকার কয়েকজন বাসিন্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় খালের ওপর কচুরিপানায় চালের বস্তুৃা আটকে আছে দেখতে পায়। কৌতূহল বসত সেই বস্তা তুলতে দেখা যায় সরকারি সিল লাগানো চাল ভর্তি বস্তা। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে প্রায় ১০০ বস্তা চাল উদ্ধার করে। কে বা কারা রাতের অন্ধকারে এতো পরিমাণ চালের বস্তা খালে জলের ফেলে দিয়েছে তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে।