নিজস্ব প্রতিনিধি, সবং: ৭ দিন ধরে সবং বিবেকানন্দ মেলা চলবে। এই মেলা ২৬ তম বছরে পদার্পণ করল। সূচনা করলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেক আবু-কালাম বক্স, পঞ্চায়েত সমিতিৱ সভাপতি মৌসুমী দও, কর্মাধ্যক্ষ তরুন মিশ্র, বাদল বেরা, সমাজসেবী বিকাশ ভূঞা। সভাপতি করেন জয়ন্ত প্রকাশ ভৌমিক।
এদিন মঞ্চে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মানস রঞ্জন ভূঁইয়া বলেন, "একদিন বিবেকানন্দ বিশ্বের দরবারে দাঁড়িয়ে আমি সেই ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে কথা বলছি যে ভারতবর্ষে সর্বস্তরের সর্বধর্ম সমন্বয়ে তৈরি যে ভারতবর্ষের মানুষের মধ্যে মানুষের বিভেদ নেই যে ভারতবর্ষ শিখিয়েছে মানুষকে ভালবাসতে আজকের দিনে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মানুষে মানুষে বিভেদ চাইছে মানুষে মানুষে দ্বন্দ্ব চাইছে। আমরা এখন কোন ভারতবর্ষে আছি সর্বত্রে মানুষ এই প্রশ্ন তুলেছে"।
অন্যদিকে বাংলার সম্মানীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনাগুলো মানুষের কাছে তুলে ধরে বলেন, "মমতা ব্যানার্জি বাংলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন। আর অন্যদিকে মানুষ দেখছে দিল্লি একটা সরকার চলছে যে মানুষে মানুষে বিভেদ তৈরি করে ভারতবর্ষটাকে পিছিয়ে দিচ্ছে। আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা মেলা দেখুন মেলা ঘুরুন কিন্তু চোখ কান খোলা রাখবেন বর্তমান পরিবেশ পরিস্থিতি সমাজ ব্যবস্থার দিকে"।