জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রানার্স আপ- বাংলার মুখ উজ্জ্বল করল বাংলার ৫ বছরের তনয়া

বাংলার মুখ উজ্জ্বল করল বাংলার ৫ বছরের তনয়া।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
UKIH

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরের ৫ বছরের শিশু শ্রেয়া গড়াই সম্প্রতি জাতীয় পর্যায়ের জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে দুর্গাপুর শহরের নাম উজ্জ্বল করেছে। গত ৩রা জানুয়ারী থেকে ৫ই জানুয়ারী পর্যন্ত ইন্দোরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শ্রেয়া তার প্রতিভা ও  আত্মবিশ্বাসের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে পুরো দুর্গাপুর শহর আজ গর্বিত। 

শ্রেয়া দুর্গাপুর শহরের বাসিন্দা অভিজিৎ গড়াই  ও পাম্পি গড়াইয়ের একমাত্র মেয়ে। দুর্গাপুরেই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম  স্কুলে প্রথম শ্রেণীতে পাঠরত শ্রেয়া, মাত্র ৫ বছর বয়েসে শ্রেয়া এমন সন্মান অর্জন করেছে। সারা দেশের ২৫ টি রাজ্যের ৪০ টি শহরে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার অডিশন হয়। এই অডিশনও ৫ থেকে ৭ বছর বয়সী ৩০ টি শিশুকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। শ্রেয়া তার অসাধারণ র‍্যাম্প শোতে হেঁটে একেবারে দুর্গাপুর তথা বাংলার মুকুটে আরো একটি পালক নিয়ে আসলো দুর্গাপুরেরই প্রথম শ্রেণীর পড়ুয়া শ্রেয়া গড়াই।