ট্রাক চালককে মারধরের অভিযোগ RTO-র বিরুদ্ধে, বিক্ষোভে ট্রাক চালকরা

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।

author-image
Adrita
New Update
ড

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠল RTO-র বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় রাজ্য সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভে সামিল হয়েছে ট্রাক চালকরা। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে দেখা দিয়েছে রাজ্য সড়কে তীব্র যানজট। বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষেরাও। অভিযোগ উঠেছে যে, একটি  ১৬ চাকা ট্রাক আয়রন মাটি নিয়ে বাঁকুড়া থেকে হলদিয়া যাচ্ছিলো। সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বনকাটি এলাকায় ওই ট্রাক চালককে চালান দেখাতে বলে।

আহত চালকের নাম ইরফান শেখ। চালকের অভিযোগ যে,  " গাড়ির নম্বর প্লেটে কাপড় জড়ানো ছিল। আমাকে চালান দেখাতে বলে। চালান না দেখানোয় আমাকে মারধর করে। '' তাদের দাবি ওই গাড়িটি ছিল RTO দের। আর এতে ক্ষিপ্ত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার  গড়বেতা ও চন্দ্রকোনা লাগোয়া রাজ্য সড়কের বনকাটা এলাকায় গাড়ি দাঁড় করিয়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।