নিজস্ব সংবাদদাতাঃ শনিবার হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ১.৭৭ কোটি টাকা মূল্যের মোট ২.৯৮৫ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। বিহারের বাসিন্দা অভিজিৎ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরপিএফ।
আরপিএফ জানিয়েছে, "নজরদারির সময় ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড (সিপিডিএস) এবং হাওড়া স্টেশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ক্রাইম ইনভেস্টিগেশন ব্রাঞ্চ বিহারের মুজাফফরপুরের সরায়াগঞ্জের অভিজিৎ কুমার নামে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে। তার ব্যাগটি তল্লাশি করে ১ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৮২৫ টাকা মূল্যের ২.৯৮৫ কেজি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জিজ্ঞাসা করা হলে, অভিযুক্ত উদ্ধার হওয়া সোনার অলঙ্কারগুলোর বিরুদ্ধে কোনও সহায়ক দলিল দেখাতে ব্যর্থ হন।"
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে, স্বর্ণালঙ্কারগুলো তাঁর বাবা রাকেশ কুমার ভার্মার, যিনি বিহারের মুজফফরপুরে শ্রী অলঙ্কার মন্দির নামে একটি গয়নার দোকান চালান। ঘটনার খবর পেয়ে কলকাতা-১ কাস্টম হাউসের পি অ্যান্ড আই (P&I) শাখার কাস্টমস ইন্সপেক্টর দীপক কুমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।