নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আবারও নতুন করে বাঘের আতঙ্ক ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানা এলাকায়। রবিবার সকাল সাড়ে নয়টার সময় বাঘ দেখতে পায় স্থানীয় মানুষজন। ঘটনা বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি অঞ্চলের ছুরিমারা সংলগ্ন মুনিয়াডি জঙ্গলের। ঐ সময় গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে (কুরকুট) সংগ্রহ করছিল। তাদের পাশ দিয়ে পার হয়ে যায় ঐ বাঘটি। তখনই তারা আতঙ্কিত হয়ে গ্রামে ফিরে আসে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে বাঘের আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বন বিভাগের বাঁশপাহাড়ি রেঞ্জের বন দপ্তরের কর্মীরা।
যখন মকর পরবে মাতোয়ারা গোটা জঙ্গলমহল ঠিক সেই সময় রবিবার এলাকায় বাঘের আগমনে অনুষ্ঠান নিয়ে চিন্তিত বাসিন্দারা। মুনিয়াডি জঙ্গলের বিভিন্ন এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ সাথে বাঘ দেখতে পায় এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে বন দপ্তরের কর্মীরা নমুনা সংগ্রহ করে। স্থানীয় বাসিন্দারা জানান ওই অজানা জন্তুটিই রয়েল বেঙ্গল টাইগার। সম্ভবত পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের কোনো এক বনাঞ্চল থেকে মুনিয়াডি জঙ্গলে প্রবেশ করেছে বলে অনুমান করছেন বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যটকদের জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা।
ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও ওমর ইমাম জানান, "পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে, ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা রয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে"। রাজ্যের বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "বন দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে, গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে"। বেশ অনেকগুলো ট্র্যাপ ক্যামেরা বসানো, তবে বাঘের গলায় কোনো রেডিও কলার লাগানো নেই। ফলে বাঘের গতিবিধি বোঝা যাচ্ছে না, তবে রাতভর বন দপ্তর এলাকায় উপস্থিত থেকে নজরদারি চালাবে বলে জানান মন্ত্রী। ২০২৪ সালের ২০ ডিসেম্বর ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া বনাঞ্চল থেকে বাঘিনী জিনাত ঝাড়খন্ড বেলপাহাড়ি সীমানা হয়ে বেলপাহাড়ি থানার ওই এলাকায় প্রবেশ করেছিল। ২২ ডিসেম্বর বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি হয়ে প্রবেশ করেছিল পুরুলিয়া জেলার রাইকা পাহাড়ে। জঙ্গলে কয়েকদিন বাঘিনী জিনাত থাকার পর বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের গোসাঁইডিহি জঙ্গলে প্রবেশ করে ও সেখানে তাকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে ধরা হয়। এর পর বাঘিনী জিনাতকে ওড়িশার সিমলিপাল বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। সেই ঘটনার রেশ এখনও কাটেনি, তারই মধ্যে ফের রবিবার বেলপাহাড়িতে বাঘ প্রবেশ করায় আতঙ্ক দেখা দিয়েছে। জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা জঙ্গল। সোমবার বাঘটি কে ধরার জন্য সুন্দরবন থেকে আসছে বিশেষজ্ঞ দল। ঘটনাস্থলে থেকে সমস্তরকমের নজরদারি করছেন ঝাড়গ্রাম বন বিভাগের ডি এফ ও উমর ইমাম। ওই জঙ্গল থেকে বাঘ যাতে লোকালয়ে চলে না আসে তার জন্য প্রচন্ড শীতকে উপেক্ষা করে জঙ্গল এলাকায় মোতায়েন করা হয়েছে বন দপ্তরের কর্মীদের। সেই সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।