খুলে গেল ভাগ্য! দেখা দিল রয়েল বেঙ্গল টাইগার

সে এক রোমহর্ষক দৃশ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-08-25 at 5.21.07 PM

নিজস্ব প্রতিনিধি: আবার দেখা মিলল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের। 

সুন্দরবন – বাঘ-কুমিরের আপন দেশে

সুন্দরবন বেড়াতে গিয়ে বেশিরভাগ পর্যটক আশা করেন যে তারা রয়েল বেঙ্গল টাইগারের দেখা পাবেন। ভাগ্য যদি খুব সহৃদয় হয় তবে কিন্তু রয়েল বেঙ্গল টাইগারের দেখা মেলে। অধিকাংশ সময়ই পর্যটক হতাশ হয়ে ফিরে যায় বাঘের দর্শন না পেয়ে। এমনিতেই কথা শোনা যায় যে বাঘের দর্শন মেলা খুবই ভাগ্যের ব্যাপার। বিশেষ করে বর্ষাকালে বাঘের দর্শন খুব কমই পাওয়া যায়। কারণ মিষ্টি জল খাওয়ার জন্য গ্রীষ্মকালেই বনদপ্তরের যে নিজস্ব পুকুর থাকে সেই সেইখানে মিঠা জল খেতে আসে। 

সুন্দরবন জাতীয় উদ্যান - উইকিপিডিয়া

ভাদ্র মাসজুড়ে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির সময়ে জঙ্গলে প্রচুর পরিমাণে মিষ্টি জল মেলে। তার ফলে বাঘেরের আর জঙ্গলের বাইরে আসার দরকার পড়ে না। সেই কারণে এই সময়টা বাঘের দর্শন খুব একটা ভার হয়ে যায়। কিছু কিছু জিনিস ব্যতিক্রমী হয়ে ওঠে। সেই ব্যতিক্রমী ফল দেখা গেল। দীর্ঘক্ষণ সময় ধরে পর্যটকদের ক্যামেরাবন্দি হল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। পর্যটকরা দেখতে পেল রয়েল বেঙ্গল টাইগারকে নদীর পাড়ে। কলকাতা থেকে ২৫ জনের একটি পর্যটক দল কুলতলিতে আছে। ওই দলটি বনদপ্তরের এলাকার একটি নৌকা করে ঝড়খালি থেকে সুন্দরবনের দো বাকি এলাকায় যায়। পীর খালি ছয় নম্বর জঙ্গল সংলগ্ন এলাকায় যেতেই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের দেখা পেল। 

পর্যটকদের অতি উৎসাহিত দেখা গেল। প্রত্যেকেই তারা এই দৃশ্য ক্যামেরাবন্দি করল। আর এত আনন্দিত হল তারা ভাবতে পারেনি যে চোখের সামনে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবে।

সুন্দরবন - উইকিপিডিয়া