কবে মিলবে ক্ষতিপূরণ? প্রশ্নের মুখে বন দফতরের ভূমিকা
হাতির তাণ্ডবে একের পর এক মৃত্যু, ভাঙছে বাড়ি, নষ্ট হচ্ছে ফসল। কিন্তু কতদিন? কেন লোকালয়ে হাতি? জঙ্গলে তাদের ফেরানো হচ্ছে না কেন? ক্ষতিপূরণের কী হবে? ঝাড়গ্রাম জুড়ে অসন্তোষ বাড়ছে।
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : হাতির তাণ্ডব অব্যাহত ঝাড়গ্রাম জেলা জুড়ে। হাতির তাণ্ডবে ভাঙলো মাটির বাড়ি। শেষমেষ ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। রবিবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাঁকড়া এলাকায় পথ অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন। জানা গেছে, রবিবার ভোর রাত এলাকায় তাণ্ডব চালায় হাতির দল। স্থানীয়দের অভিযোগ বনদপ্তরকে বারবার বলার সত্ত্বেও হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। এর পাশাপাশি হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। বারবার হাতির তাণ্ডবে নাজেহাল হচ্ছেন এলাকার বাসিন্দারা যার ফলে হাতি গুলি যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সঠিক ক্ষতিপূরণের দাবিতে রবিবার সকাল পথ অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। পাশাপাশি পথ অবরোধের ফলে আটকে পড়েছে যানবাহন চলাচল। স্থানীয়দের বক্তব্য তাদের দাবি না মেটা পর্যন্ত অবরোধ চলবে।